• হোম > বিদেশ | মধ্যপ্রাচ্য > পর পর জোরালো বিস্ফোরণ বেইরুটে, জখম আড়াই হাজারের বেশি, হত ৩০

পর পর জোরালো বিস্ফোরণ বেইরুটে, জখম আড়াই হাজারের বেশি, হত ৩০

  • বুধবার, ৫ আগস্ট ২০২০, ০৬:০১
  • ১০০০

বিস্ফোরণস্থল থেকে কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া উঠছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, যে জায়গায় বিস্ফোরণ হয়েছে সেখানে বেশ কয়েকটি বহুতল ভেঙে পড়েছে।

পর পর দুটো জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল বেইরুট। মঙ্গলবার বিকেলে বেইরুটের বন্দর এলাকায় বিস্ফোরণটি ঘটে। এর তীব্রতা এতটাই ছিল  যে ১০ কিলোমিটার দূর পর্যন্ত তা কম্পন অনুভূত হয়। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান জানিয়েছেন, এই ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। আহত হয়েছেন প্রায় আড়াই হাজার মানুষ। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।

অন্য দিকে, বিস্ফোরণে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বুধবার জাতীয় শোক দিবসের ঘোষণা করেছেন লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব।

স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, যে জায়গায় বিস্ফোরণ হয়েছে সেখানে বেশ কয়েকটি বহুতল ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েছেন অনেকেই।  তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। তবে সে দেশের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রীর দাবি, অ্যামোনিয়াম নাইট্রেট থেকেই এই বিস্ফোরণ হয়েছে। তবে বিস্ফোরণের আসল উত্স কী তা খতিয়ে দেখছে পুলিশ।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, স্থানীয় সময় তখন বিকেল সাড়ে ৫টা। পর পর দুটো জোরাল বিস্ফোরণ হয় বন্দর এলাকায়। তীব্রতা এতটাই ছিল যে, আশপাশের বহু বাড়ি ভেঙে গুঁড়িয়ে যায়। আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন মানুষ। বহু মানুষ আহত হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/2138 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 10:09:27 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh