• হোম > প্রধান সংবাদ > করোনা ভাইরাস: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগের নমুনা পরীক্ষা কমেছে, শনাক্ত কমেছে, কমেছে মৃত্যুর সংখ্যাও ৫৭ মিনিট আগে

করোনা ভাইরাস: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগের নমুনা পরীক্ষা কমেছে, শনাক্ত কমেছে, কমেছে মৃত্যুর সংখ্যাও ৫৭ মিনিট আগে

  • শুক্রবার, ২৪ জুলাই ২০২০, ১৫:৪৬
  • ৮০৯

করোনা ভাইরাস ও বাংলাদেশ

বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২,৫৪৮ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।

এই সময়ের মধ্যে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৫ জন।

এ নিয়ে বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মোট ২,৮৩৬ জনের মৃত্যু হল।

আর বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ২,১৮,৬৫৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এসব তথ্য জানিয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১,৭৬৮ জন, এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১,২০,৯৭৬ জন।

অধ্যাপক নাসিমা সুলতানা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১২,০২৭টি।

এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১০,৯১,০৩৪টি।

বাংলাদেশে করোনাভাইরাস শনাক্তের লক্ষ্যে প্রথমবারের মতো নমুনা পরীক্ষা শুরু হয় গত ২১শে জানুয়ারি।

গত ৮ই মার্চ স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ ঘোষণা করে যে বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

আর কোভিড-১৯ রোগে মৃত্যুর কথা প্রথম ঘোষণা করা হয় ১৮ই মার্চ।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/2099 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 04:50:47 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh