• হোম > প্রধান সংবাদ > সাহারা খাতুন মারা গেছেন

সাহারা খাতুন মারা গেছেন

  • শুক্রবার, ১০ জুলাই ২০২০, ০৫:৪৭
  • ৯০৬

সাহারা খাতুন

বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী সাহারা খাতুন আজ বৃহস্পতিবার ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে তিনি মারা যান বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

সাহারা খাতুন বার্ধক্যজনিত নানা জটিল রোগে গুরুতর অসুস্থ হয়ে প্রথমে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসা নেন।

তাঁর অবস্থা খারাপ হলে গত ৬ই জুন এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে ব্যাংককে নেয়া হয়েছিল চিকিৎসার জন্য।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগ ২০০৯ সালে যখন ক্ষমতায় আসে তখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন।

তিন বছর ওই মন্ত্রণালয়ে তিনি দায়িত্ব পালন করেন।

ঢাকা নগরীতে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি ঢাকার একটি আসন থেকে সংসদ সদস্য ছিলেন।

তিনি আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের ফোরোমেরও অন্যতম একজন নেতা ছিলেন।

আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতায় আসার এক মাস পর ঢাকায় সীমান্ত রক্ষী বাহিনী তৎকালীন বিডিআর বিদ্রোহ হয়েছিল। তখন সাহারা খাতুন নতুন সরকারের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/2066 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 03:19:21 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh