• হোম > এক্সক্লুসিভ > স্বপ্নপূরণের সোশ্যাল মিডিয়া! একটা রোলস রয়েস গাড়িই কিনে ফেললেন ভারতীয় এই ইউটিউবার

স্বপ্নপূরণের সোশ্যাল মিডিয়া! একটা রোলস রয়েস গাড়িই কিনে ফেললেন ভারতীয় এই ইউটিউবার

  • রবিবার, ৫ জুলাই ২০২০, ০৮:৩২
  • ৯০৪

গৌরব এবং তাঁর গৌরবান্বিত মা!

স্বপ্নপূরণের ইউটিউব। ঠিক যেমনটা হল এশিয়ার খ্যাতনামা স্মার্টফোন রিভিউয়ার গৌরব চৌধরির ক্ষেত্রে। স্রেফ ইউটিউব ভিডিয়ো করেই খ্যাতির শিখরে পৌঁছেছেন তিনি। এবার একটা রোলস রয়েস গাড়িই কিনে ফেললেন তিনি।

হাইলাইটস

ইউটিউবে এই মুহূর্তে গৌরবের ফলোয়ার প্রায় ৩.৫ মিলিয়নের কাছাকাছি। অর্থাৎ প্রায় ৩৫ লক্ষ ছুঁইছুঁই।
শুধু যে মোবাইলই রয়েছে এমনটা নয়। নানাবিধ চমৎকার সব গ্যাজেটসেরও রিভিউ করেন তিনি।
ইউটিউব থেকটে প্রতি মাসে গৌরব চৌধরি রোজগার করেন ২০ লক্ষ টাকা।

অনলাইন ডেস্ক: বহু ভারতীয়কে নতুন জীবন দিয়েছে ইউটিউব। বহু বেকারের অন্ন সংস্থানের পাকাপাকি রাস্তা তৈরি করে দিয়েছে ইউটিউব। আগে যেমন ঘরে-ঘরে ইঞ্জিনিয়ার বা ডাক্তার হওয়ার প্রবণতা ছিল চরমে। হালফিলে বহু পরিবারই তাঁদের ছেলেকে ভুবন বাম বা কলকাতার কিরণের মতো ইউটিউবার তৈরি করতে চাইছেন। অর্থ উপার্জনও যেমন হবে, তেমনই আবার খ্যাতির শিখরেও উঠবে তাঁদের আদরের সন্তান। এমনই এক ইউটিউবার এবার সকলকে তাক লাগিয়ে দিয়ে রোলস রয়েসের মতো লাক্সারি গাড়ি কিনে ফেলেছেন। আর তার জেরেই রাতারাতি তিনি খবরের শিরোনামে।

টেক ভিডিয়ো এবং নানাবিধ নতুন স্মার্টফোনের রিভিউ করে বেশ নাম করেছেন ভারতীয় ইউটিউবার গৌরব চৌধরি। শুধু ভারতেই নয়। গৌরবের খ্যাতি ছড়িয়ে পড়েছে সমগ্র এশিয়াজুড়েই। ব্যক্তিগত ভ্লগিং তো রয়েইছে। তার সঙ্গেই পাল্লা দিয়ে গৌরব, মার্কেটে আগত নতুন-নতুন মোবাইল ফোনগুলির রিভিউ করে থাকেন। আর তাতেই ইউটিউবে ঝড়ের গতিতে বাড়তে থাকে তাঁর ফলোয়ার। বাড়তে থাকে ভিডিয়োর ভিউয়ার্সও।

ইউটিউবে এই মুহূর্তে গৌরবের ফলোয়ার প্রায় ৩.৫ মিলিয়নের কাছাকাছি। অর্থাৎ প্রায় ৩৫ লক্ষ ছুঁইছুঁই। গৌরব এই মুহর্তে থাকেন দুবাইতে। আর সেখানেই তিনি কিনে ফেলেছেন ঝাঁ চকচকে এই রোলস রয়েস গাড়িটি। তবে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠছে, কী ভাবে সামান্য ইউটিউব ভিডিয়ো থেকেই এতটা পরিমাণ অর্থ উপার্জন করা সম্ভব? এতটাই যে, একটা রোলস রয়েস গাড়ি অবধি কিনে ফেলা যায়!

বিষয়টি সামান্য মনে হলেও কিন্তু এক্কেবারেই সামান্য নয়! কারণ একটা ইউটিউব ভিডিয়োর জন্য বহু কাঠখড় পোড়াতে হয়। আর তারপরে গৌরব চৌধরি মোবাইল রিভিউ সংক্রান্ত ভ্লগিং করে থাকেন, যা এককথায় খুবই কঠিন একটি বিষয়। যে কোনও সংস্থার নতুন স্মার্টফোন লঞ্চ করলেই গৌরব টুক করে তার রিভিউ করে দেন। শুধু যে মোবাইলই রয়েছে এমনটা নয়। নানাবিধ চমৎকার সব গ্যাজেটসেরও রিভিউ করেন তিনি। ইউটিউব থেকে প্রতি মাসে গৌরব চৌধরি রোজগার করেন ২০ লক্ষ টাকা। এই মোটা অঙ্কের পরিমাণে চক্ষু চড়কবৃক্ষে উঠলেও সত্যিই এতটা টাকাই প্রত্যেক মাসে আয় গৌরবের। আর সেই আয় থেকেই এক এক করে শৌখিনতা এবং স্বপ্নের এক একটা সম্বল কিনে এককাট্টা করছেন ইউটিউবার গৌরব চৌধরি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/2031 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 10:40:26 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh