• হোম > Education | NGO > ব্রেক আপের পর মেয়েরা যে ৫ কাজ করবেই! আপনি কি সেই দলে?

ব্রেক আপের পর মেয়েরা যে ৫ কাজ করবেই! আপনি কি সেই দলে?

  • শুক্রবার, ২৬ জুন ২০২০, ০১:৩২
  • ১১৪১

ব্রেক আপ

ব্রেক আপের পর মেয়েরা যেমন সোশ্যাল মিডিয়ায় বেশি অ্যাক্টিভ থাকে তেমনই বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া, শপিং আগের থেকে অনেক বেড়ে যায়। তবে এক্সকে চট করে ভুলতে পারে না

  এতদিন ধরে ঘরে বন্দি প্রত্যেক মানুষের জীবনে এসেছে পরিবর্তন।
শুধু জীবনেই নয়, পরিবর্তন এসেছে মনেও।
অনেকে যেমন নিজেকে নতুন করে চিনতে শিখেছে,
অনেকে আবার ঝালিয়ে নিচ্ছে পুরনো সম্পর্কগুলো

অনলাইন ডেস্ক: এই লকডাউনের জেরে অনেকেই লং ডিসট্যান্স রিলেশনশিপে অভ্যস্ত হয়ে গেল। যারা এতদিন লং ডিসট্যান্স প্রেম করতো তারা তো আছেই, তাদের ভাবনা এই বছর আদৌ দেখা করা যাবে কিনা। অন্যদিকে যারা প্রায় প্রতিদিন দেখা করত, তাদেরও এখন দেখা সাক্ষাৎ বন্ধ। তারা ভাবছে কবে দেখা হবে। আর এই লকডাউন, এতদিন ধরে ঘরে বন্দি প্রত্যেক মানুষের জীবনে এসেছে পরিবর্তন। শুধু জীবনেই নয়, পরিবর্তন এসেছে মনেও। অনেকে যেমন নিজেকে নতুন করে চিনতে শিখেছে, অনেকে আবার ঝালিয়ে নিচ্ছে পুরনো সম্পর্কগুলো। তাই নতুন ভাবে নিজেকে চেনার ফলে অনেক প্রেম যেমন ভেঙে গিয়েছে তেমনই আবার জোড়া লেগেছে পুরনো অনেক সম্পর্ক। যেমন হৃত্বিক-সুজান। তবে সমীক্ষা বলছে প্রেম ভাঙলে বা সম্পর্ক থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে কঠিন সিদ্ধান্ত গুলো সবসময় মেয়েরাই নেয়। আর সম্পর্ক থেকে বেরিয়ে আসার পর নিজের সেই ক্ষতস্থান পূরণ করতে তাদের বেশ খানিকটা সময় লাগে। তবে ব্রেক আপের পর বেশির ভাগ মেয়ে এই পাঁচটি জিনিস করেই থাকেন। কি কি বলুন তো?

এখনও কি সিঙ্গল?
প্রায়শই বয়ফ্রেন্ডের সোশ্যাল মিডিয়ায় হানা দিয়ে দেখার চেষ্টা করে এখনও সে সিঙ্গল কিনা। নাকি অন্য মেয়ের পেছনে ঘুর ঘুর করছে। যদি জানতে পারে যে অন্য কোনও মেয়ের সঙ্গে ফের প্রেম শুরু করেছে, তাহলে সেই মেয়ের যাবতীয় খোঁজ খবর নিয়ে নেয় আর ছেলেটির ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়।

ব্লক করে আবার আনব্লক
প্রাথমিক ভাবে বয়ফ্রেন্ডকে যাবতীয় সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করে দেয়। তারপর ফের আনব্লক করে। এর মধ্যে কিন্তু সেই ছেলেটির গতিবিধি সংক্রান্ত যাবতীয় খবর নিজের কাছে রাখে। এক্স বয়ফ্রেন্ড কোথায় গেল, কার সঙ্গে দেখা করল সব খবর থাকে।

খুশি দেখানোর চেষ্টা- অনেকেই মনের মধ্যে একরাশ দুঃখ নিয়ে থাকলেও বাইরে থেকে খুশি দেখানোর চেষ্টা করে। কিন্তু অনেকেই সত্যি খুশি থাকে। আর মেয়েটির খুশি থাকলেই কিন্তু শেষপর্যন্ত এক্স বয়ফ্রেন্ডের কাছে তা প্রতিশোধ হয়ে দাঁড়ায়।

সোশ্যাল মিডিয়ায় বেশি থাকে- ব্রেক আপের পর সোশ্যাল মিডিয়ায় বেশি অ্যাকটিভ থাকে। সেটা অনেক সময় এক্স কে দোখানোর জন্যও হয়। আবার অনেকে প্রেম মুক্ত হওয়ার পর খোলা মনে সকলের সঙ্গে মিশতে পারে। নিজের মতো করে নতুন জগত তারি করে নিতে পারে।

বন্ধুদের সঙ্গে মেশা- ব্রেক আপের পর মেয়েরা আবার তাদের পুরনো বন্ধুদের সঙ্গে হ্যাংআউট শুরু করে। বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া, খেতে যাওয়া বাড়ে। কারণ যখন প্রেম করে তখন প্রেমিকের সঙ্গেই বেশি সময় কাটায়। ফলে এদিকে কম সময় পড়ে যায়। এমনকী বন্ধুত্বও খারাপ হয়। আর মনকে অন্যদিকে ব্যস্ত রাখতে মেয়েরা তখন শপিংয়ে ব্যস্ত হয়ে পড়ে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/1914 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 02:51:45 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh