• হোম > এক্সক্লুসিভ | এন্টারটেইনমেন্ট | ভিডিও > ভার্চুয়াল বিয়েতে বিখ্যাত গায়িকার সরব উপস্থিতি (ভিডিও)

ভার্চুয়াল বিয়েতে বিখ্যাত গায়িকার সরব উপস্থিতি (ভিডিও)

  • শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০, ০৭:২২
  • ১১১৯

এন্টারপ্রেনার ডেস্ক: চমকে দেখার মতোই ঘটনা। জনপ্রিয় গায়িকা এলি গোল্ডিং। হঠাৎ এই গায়িকা এক ভার্চুয়াল বিয়ের অনুষ্ঠানে যোগ দেন।
সম্প্রতি আমেরিকার এক দম্পতি তাদের ভার্চুয়াল বিবাহের আয়োজন করে। আর সেখানেই এলি গোল্ডিং অপ্রত্যাশিত অতিথি হিসেবে তাদের চমকে দেন।

এখানেই শেষ নয়। এই শিল্পী তার জনপ্রিয় গান ‘লাভ মি লাইক ইউ ডু’ পরিবেশনা করেন। আর সেই গানের সঙ্গে নাচতে দেখা যায় নববধূ হ্যালি পিটম্যান এবং হার্ভে স্কেলটনকে। ভার্চুয়াল এই বিয়ের অনুষ্ঠানে নবদম্পতির পরিচিতজনরা লাইভে ছিলেন।
গানটি গাওয়ার আগে এলি বলেন, অভিনন্দন হার্ভে এবং হ্যালি। আপনারা সত্যিকারের হিরো।

ইভেন্টের আয়োজনে ছিল হ্যালি বেটার ফর ওয়ার্স। তিনি জাতীয় স্বাস্থ্যসেবার প্রথম সারির একজন কর্মী।

ডেইলি মেইল জানায়, গত সপ্তাহের ছুটির দিনে এই বিয়ের পরিকল্পনা ছিল। কিন্তু মরণঘাতি করোনাভাইরাসের কারণে তা বন্ধ করা হয়। পরবর্তীতে পুরো আয়োজনটি সাজানো হয় অনলাইনে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/1807 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 01:49:27 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh