• হোম > এক্সক্লুসিভ | ডিজিটাল লাইফ | দক্ষিণ আমেরিকা > করোনাভাইরাস: মোদীকে চিঠি লিখে প্রশংসা বিল গেটসের

করোনাভাইরাস: মোদীকে চিঠি লিখে প্রশংসা বিল গেটসের

  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০, ১১:৫০
  • ৭৮৩

বিল গেটস

ইউরোপ-আমেরিকার বহু দেশের চেয়ে ভারতের পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা গিয়েছে বলে মনে করছেন বিশ্বের বিজ্ঞানী ও চিকিৎসা মহল।

সারা দেশে লকডাউন করে যে ভাবে করোনাভাইরাসের সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা গিয়েছে, তাতে ভারতের প্রশংসা করেছে বিশ্বের বহু দেশ। এ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে একই ভাবে প্রশংসা করলেন বিল গেটস। আগেভাগে লকডাউন করা সংস্পর্শে আসা লোকজনকে চিহ্নিত করা থেকে শুরু করে টেস্টিং ও চিকিৎসা— পুরো ব্যবস্থাপনারই ভুয়সী প্রশংসা রয়েছে মাইক্রোসফট প্রতিষ্ঠাতার চিঠিতে।

ভারতে সংক্রমণ শুরু হয়েছিল জানুয়ারি মাসে। প্রথম কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে কেরলে। সেই রাজ্যে এখন প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে সংক্রমণ। অন্য দিকে গত প্রায় চার  মাসে সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বুধবার পর্যন্ত হয়েছে ২০ হাজার। ফলে ইউরোপ-আমেরিকার বহু দেশের চেয়ে ভারতের পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা গিয়েছে বলে মনে করছেন বিশ্বের বিজ্ঞানী ও চিকিৎসা মহল। পাশাপাশি গোটা পরিস্থিতি মোকাবিলায় ভারতের প্রশংসাও করছেন তাঁরা।

তাতে সুর মেলালেন বিল গেটসও। প্রধানমন্ত্রী মোদীকে লেখা চিঠিতে তাঁর বক্তব্য, ‘‘আপনার নেতৃ্ত্বে এবং আপনার সরকার যে ভাবে প্রতিরোধের ব্যবস্থা নিয়ে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির হার নিয়ন্ত্রণে রেখেছে, আমরা তার প্রশংসা করি। দেশ জুড়ে লকডাউন, আক্রান্তের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করা এবং কোভিড-১৯ পরীক্ষা করা, হটস্পট চিহ্নিত করে সেগুলিকে আলাদা করে, আইসোলেশন, কোয়রান্টিন ও চিকিৎসার ব্যবস্থা এবং সর্বোপরি স্বাস্থ্য পরিকাঠামোকে মজবুত করে ব্যয়বরাদ্দ করা—সব ক্ষেত্রেই খুব ভাল কাজ করেছেন আপনারা।’’

করোনার মোকাবিলায় কেন্দ্র সরকার ‘আরোগ্য সেতু’ অ্যাপ চালু করেছে। করোনা সম্পর্কিত যাবতীয় তথ্য মিলছে সেই অ্যাপে। তার প্রশংসা করে বিল গেটস লিখেছেন, ‘‘আরোগ্য সেতুর মতো অ্যাপ চালু করে ডিজিটাল অভিনবত্বের সূচনা করেছেন। আমি আনন্দিত যে আপনার ব্যতিক্রমধর্মী ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করেছেন। কোভিড-১৯-এর মোকাবিলায় সূচনা করেছেন আরোগ্য সেতুর মতো অ্যাপ।’’


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/1786 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 06:08:47 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh