• হোম > ইউরোপ | খেলা | ফুটবল > ডেনিশ ফুটবল ক্লাব ড্রাইভ-ইন ভিউ ফুটবল ম্যাচ অফার করছে।

ডেনিশ ফুটবল ক্লাব ড্রাইভ-ইন ভিউ ফুটবল ম্যাচ অফার করছে।

  • মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০, ০৭:৫৯
  • ১০১৫

ড্রাইভ-ইন ভিউ ফুটবল ম্যাচ

ফুটবলে ‘বাস পার্ক’ শব্দটা দারুণ পরিচিত। শক্তির পার্থক্যে বিস্তর ফারাক থাকায় শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ‘ছোট’ দলগুলো প্রায়শই মাঠে নামে বাস পার্ক বা ডিফেন্সিভ ফুটবলের কৌশল নিয়ে। এবার ‘কার পার্ক’ ফুটবল তত্ত্ব আবিষ্কার করেছে ডেনমার্কের ক্লাব এফসি মিডজিল্যান্ড।
করোনা ভাইরাসের কারণে ক্লোজ ডোর স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে দেশটির ফুটবল ফেডারেশন। স্থগিত ডেনিশ সুপার লীগ আগামী ১৭ই মে থেকে মাঠে গড়াবে। করোনার সংক্রমণ এড়াতে স্টেডিয়ামে ঢোকার অনুমতি নেই দর্শকদের। কিন্তু এফসি মিডজিল্যান্ডের ভাবনাটা আবার অন্যরকম। দর্শকদের ছাড়া খেলতে তাদের অনীহা। এজন্য অভিনব এক আবিষ্কার করেছে ডেনিশ সুপার লীগের শীর্ষে থাকা দলটি।
স্টেডিয়ামে দর্শকদের ঢোকার ব্যবস্থা অবশ্য তারা করেনি। দর্শকদের জন্য স্টেডিয়ামের বাইরে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করতে যাচ্ছে তারা। কিন্তু তাতেও তো সামাজিক দূরত্ব বজায় রাখা যাবে না। তারও ব্যবস্থা করা হয়েছে। স্টেডিয়ামের বাইরে গাড়ি পার্কিংয়ের জায়গা থেকে খেলা দেখতে হবে দর্শকদের। এজন্য গাড়ির মধ্যে থেকে বের হওয়া যাবে না। গাড়ির মধ্যে থেকে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে খেলা দেখতে হবে দর্শকদের। আর ধারাভাষ্য শোনা যাবে গাড়িতে থাকা এফএম রেডিও’র মাধ্যমে। এফসি মিডজিল্যান্ডের স্টেডিয়ামের বাইরে ২ হাজার ব্যক্তিগত গাড়ি পার্কিং করার মতো ব্যবস্থা রয়েছে।
এতে দর্শকদের স্টেডিয়ামে বসে খেলা দেখার স্বাদ কিছুটা হলেও মিটবে। কিন্তু ফুটবলাররা সবসময় গ্যালারিভর্তি দর্শকের সামনে খেলতে অভ্যস্ত। তাদের জন্যও ‘একটা’ ব্যবস্থা করেছে ক্লাবটি। স্টেডিয়ামের বাইরে গাড়িতে বসে খেলা উপভোগ করা দর্শকদের দৃশ্য সরাসরি স্টেডিয়ামের মধ্যে থাকা জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে দেখানোর ব্যবস্থা থাকবে। এফসি মিডজিল্যান্ডের ‘কার পার্ক’ ফুটবল ব্যাপক সাড়া ফেলেছে ইউরোপের সংবাদমাধ্যমে।
ক্লাবটির মার্কেটিং পরিচালক প্রিবেন রকজায়ের একটি ডেনিশ পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমরা দর্শক এবং ফুটবলারদের জন্য ‘স্টেডিয়ামের আবহ’ দেয়ার সবচেয়ে সেরা পরিকল্পনা করছি। প্রতিটি ম্যাচেই এমন ব্যবস্থা থাকবে।’


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/1771 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 07:48:47 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh