• হোম > এক্সক্লুসিভ | দক্ষিণ আমেরিকা | বিদেশ > ডব্লিউএইচওতে অর্থ ব্যয় স্থগিতের হুমকি ট্রাম্পের

ডব্লিউএইচওতে অর্থ ব্যয় স্থগিতের হুমকি ট্রাম্পের

  • বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০, ১৩:৩০
  • ১০৩০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় হিমশিম খাচ্ছে বিশ্বের পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে হু হু করে বাড়ছে প্রাণঘাতী করোনা আক্রান্তের সংখ্যা। প্রতিনিয়ই বড় হচ্ছে মৃত্যুর মিছিল। এ অবস্থায় চীনের প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)’র পক্ষপাতিত্বের অভিযোগ এনে সংস্থাটিতে মার্কিন তহবিল দান হ্রাসের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প সাংবাদিকের বলেন, আমরা ডব্লিউএইচও’র পিছনে অর্থ ব্যয় স্থগিত করতে যাচ্ছি। তবে ঠিক কী পরিমাণে টাকা দেওয়া বন্ধ করতে যাচ্ছেন সে সম্পর্কে তিনি স্পষ্ট করে কিছু বলেন নি।

ট্রাম্প বলেন, আমি সেটা করতে যাচ্ছি। তহবিল যাতে বন্ধ করে দেওয়া হয় সেই বিষয়ে আমি নজর রাখবো।

ট্রাম্পের অভিযোগ, ডব্লিউএইচও ‘চীনের প্রতি খুব পক্ষপাতদুষ্ট’ বলে মনে হচ্ছে।
তিনি বলেন, এটি ঠিক নয়।

এদিকে করোনায় ভয়াবহ আকার ধারণ করেছে যুক্তরাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড ১৯৩৯ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে
করোনা আক্রান্তের সংখ্যা ৪ লাখ ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা ১২ হাজার ৮৫৭ জনে দাঁড়ালো। সুস্থ হয়েছেন ২১ হাজার ৭১১ জন।

অপরদিকে ম্যালেরিয়া-প্রতিরোধী ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন আমেরিকাকে রফতানি না-করা হলে ভারতকে তার ফল ভুগতে হবে, প্রেসিডেন্ট ট্রাম্প নজিরবিহীন ভাষায় এই হুঁশিয়ারি দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ভারত ওই ওষুধ রফতানির ওপর নিষেধাজ্ঞা শর্তসাপেক্ষে তুলে নিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, করোনাভাইরাসের হানায় যে সব দেশগুলির অবস্থা সবচেয়ে খারাপ তাদেরকে এরকম ২৬টি ড্রাগ সরবরাহ করা হবে – তবে সেটা করা হবে ভারত ও তার প্রতিবেশী দেশগুলোর নিজস্ব প্রয়োজন মিটিয়েই।

যেহেতু হাইড্রক্সিক্লোরোকুইন এখন ভারতেও করোনাভাইরাস প্রতিরোধে ব্যাপকভাবে কাজে লাগানো হচ্ছে, তাই সেই ওষুধটির রফতানিতে ভারত নিজেও দ্বিধায় ভুগছে বলে তারা অনেকেই মনে করছেন।

বস্তুত ম্যালেরিয়া প্রতিরোধে কার্যকরী ওষুধ বলে পরিচিত হাইড্রক্সিক্লোরোকুইনের চাহিদা সারা দুনিয়া জুড়েই হঠাৎ করে সাঙ্ঘাতিক বেড়ে গেছে- কারণ করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসাতেও কোনও কোনও ক্ষেত্রে এই ওষুধটি বেশ ভাল কাজ করছে বলে ডাক্তাররা জানিয়েছেন।

এই ওষুধটি ভারতেও বিপুল পরিমাণে কাজে লাগতে পারে, এই বিবেচনায় বিশ্বের বৃহত্তম জেনেরিক ড্রাগ রফতানিকারী এই দেশটি গত মাসে আচমকাই হাইড্রক্সিক্লোরোকুইন-সহ মোট ২৬টি ড্রাগ রফতানির ওপর বিধিনিষেধ আরোপ করে।

এতে প্রচন্ড চটে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি গত বেশ কিছুদিন ধরে করোনাভাইরাসের চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইনের হয়ে জোরালো সওয়াল করে আসছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প তার সোমবারের ব্রিফিংয়ে বলেন, ‘ভারত যদি এই নিষেধাজ্ঞা না-তোলে তাহলে আমি অবাকই হব, কারণ আমেরিকার সঙ্গে তাদের সম্পর্ক ভাল। তারা বহু বছর ধরে আমাদের কাছ থেকে বাণিজ্য সুবিধা নিয়েছে। আমাদের ওষুধের জোগান যাতে পাঠানো হয়, সেটা বলতে আমি রবিবার সকালে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথাও বলেছি। যদি তারা না-পাঠায় – তাহলে ঠিক আছে, কিন্তু আমরাও সে ক্ষেত্রে পাল্টা আঘাত করব। কেন করব না?’

কয়েক সপ্তাহ আগেই ভারতের দুটি বৃহৎ ফার্মাসিউটিক্যাল কোম্পানি, ইপকা ল্যাবরেটরিজ ও জাইডাস ক্যাডিলা আমেরিকার কাছ থেকে হাইড্রক্সিক্লোরোকুইনের বিপুল পরিমাণ অর্ডার পেয়েছিল।

ভারতের নিষেধাজ্ঞায় সেই চালান অনিশ্চিত হয়ে পড়ায় প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষুব্ধ ছিলেন ঠিকই, কিন্তু তিনি যে এই ভাষায় দিল্লিকে হুমকি দেবেন কূটনৈতিক মহলও তা ভাবতে পারেনি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/1651 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 06:09:02 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh