• হোম > ক্রিকেট | খেলা > ‘বিগ সিস্টারহুড’ সাকিব কন্যার আলাইনার পোস্ট

‘বিগ সিস্টারহুড’ সাকিব কন্যার আলাইনার পোস্ট

  • বুধবার, ৮ এপ্রিল ২০২০, ০৬:০৫
  • ১০৯৩

সাকিব আল হাসান স্বস্ত্রীক

করোনা ভাইরাসের ক্রান্তিকালে ক্রিকেটপ্রেমীদের সুসংবাদ দিলেন সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি নিশ্চিত করেছেন, ছোট ভাই অথবা বোন পেতে যাচ্ছেন সাকিব কন্যা আলায়না হাসান অব্রি। সাকিব মেয়ে আলাইনার একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন ‘বিগ সিস্টারহুড’। তবে নবজাতককে নিয়ে বিস্তারিত কিছু জানাননি এখনো।

গুঞ্জন শোনা গিয়েছিল আগেই। দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির। তবে এই খবরের কোন নিশ্চয়তা ছিল না। তাই ক্রিকেটপ্রেমীরা জল্পনা-কল্পনার মধ্যেই ডুবে ছিল। অবশেষে ভক্তদের নিজের অফিসিয়াল পেজে আলাইনার একটি ছবির মাধ্যমে এ খবর দিয়েছেন সাকিব। যেখানে পোস্ট দেয়া ছবিতে দেখা যাচ্ছে, সাকিব কন্যার হাতে একটি ছোট বাচ্চার জামা। তাতে লেখা, ‘বাসায় স্বাগতম।’ এই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘বড় বোনের দায়িত্ব।’
ফেসবুকে এই পোস্টের মন্তব্যের ঘরে সাকিব পরিবারকে শুভকামনায় ভাসিয়ে দিচ্ছেন তার ভক্ত-সমর্থকরা। এক কথায় বলা যায়, কারো যেন অপেক্ষার তর সইছে না সাকিবের দ্বিতীয় সন্তানকে দেখার জন্য।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/1618 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 02:51:40 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh