• হোম > ঢাকা | দেশজুড়ে | নারায়ণগঞ্জ | প্রধান সংবাদ > লকডাউন নারায়ণগঞ্জ

লকডাউন নারায়ণগঞ্জ

  • বুধবার, ৮ এপ্রিল ২০২০, ০৫:৫৩
  • ১০৩২

---

করোনার সংক্রমণ প্রতিরোধে নারায়ণগঞ্জ জেলাকে সম্পূর্ণরূপে লকডাউন করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

আইএসপিআর জানায়, করোনাভাইরাস প্রতিরোধ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ৮ এপ্রিল (বুধবার) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নারায়ণগঞ্জ জেলাকে সম্পূর্ণরূপে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হলো। তবে জরুরি পরিষেবা যেমন চিকিৎসা, খাদ্য দ্রব্য সরবরাহ এর আওতা বহির্ভূত থাকবে। বেসামরিক প্রশাসন, সশস্ত্র বাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সম্মিলিতভাবে এ দায়িত্ব পালন করবে।’

করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার অন্তত ৪টি ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জে। করোনা শনাক্ত হয়েছে আরও অনেকের। এ প্রেক্ষিতে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় শতাধিক বাড়ি লকডাউন রাখা হয়েছে। সারা জেলায় মানুষ যেন ঘর থেকে বের না হয় সেজন্য জোরদার ছিল আইন-শৃঙ্খলা পরিস্থিতিও।

এ প্রেক্ষিতে নারায়ণগঞ্জকে লকডাউন করার আহ্বান জানিয়েছিলেন সেখানকার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।ইউএনবি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/1615 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 02:35:45 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh