• হোম > দক্ষিণ আমেরিকা > ওষুধ না দিলে ভুগতে হবে, ভারতকে ট্রাম্পের হুঁশিয়ারি

ওষুধ না দিলে ভুগতে হবে, ভারতকে ট্রাম্পের হুঁশিয়ারি

  • মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০, ২২:২৪
  • ৯৬৪

ডনাল্ড ট্রাম্প

নভেল করোনাভাইরাস (কভিড-১৯) মোকাবিলায় ভারত আমেরিকাকে হাইড্রক্সিক্লোরোকুইন না সরবরাহ করলে তার ফল ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত কয়েক দিন ধরেই করোনার ভরকেন্দ্র হয়ে উঠেছে আমেরিকা। সেখানে মৃতের সংখ্যা ইতোমধ্যেই দশ হাজার ছাড়িয়ে গেছে। আক্রান্তের সংখ্যা সাড়ে তিন লাখ ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে করোনা মহামারির প্রকোপ রুখতে ওষুধ চেয়ে ভারতকে কার্যত হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

করোনাভাইরাসের প্রতিষেধক এখনো তৈরি হয়নি। তবে পরিস্থিতি সামাল দিতে নানা ওষুধসহ ব্যবহার হচ্ছে ম্যালেরিয়া প্রতিরোধক হাইড্রোক্সিক্লোরোকুইন। সেই ওষুধ বিপুল পরিমাণে রপ্তানি করে ভারত। কিন্তু করোনা পরিস্থিরির জেরে হাইড্রক্সিক্লোরোকুইন বা তার উপাদান বিদেশে রপ্তানির ক্ষেত্রে সম্প্রতি নিষেধাজ্ঞা জারি করছে ভারত সরকার। নয়াদিল্লির এই সিদ্ধান্ত নিয়েই সোমবার কার্যত হুমকি দিয়ে বসেন ডোনাল্ড ট্রাম্প। হাইড্রোক্সিক্লোরোকুইন রপ্তানি ফের চালু করার আবেদন জানিয়ে গত রোববার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেন ট্রাম্প। রোববার রাতে দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাও হয়।

বিবিসি ও টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, আমি অবাক হবো যদি তিনি (নরেন্দ্র মোদি) এই সিদ্ধান্ত নেন, আপনারা জানেন। কারণ ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক খুব ভালো। এরপরই ট্রাম্প বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম রপ্তানিতে নিষেধাজ্ঞা চাপানো হলে প্রত্যাঘাত করা হবে। ট্রাম্প আরো বলেন, আমি এই সিদ্ধান্ত পছন্দ করছি না। কিছু দেশের তারা এই সিদ্ধান্ত নিয়েছে। আমি গতকালই তার (নরেন্দ্র মোদি) সঙ্গে কথা বলেছি। দু’জনের মধ্যে খুব ভালো আলোচনাও হয়েছে। বহু বছর ধরেই ওরা (ভারত) বাণিজ্যক্ষেত্রে আমেরিকার কাছ থেকে সুবিধা পেয়েছে।

নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে আলোচনা প্রসঙ্গ টেনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি অবাক হবো এটা যদি তার সিদ্ধান্ত হয়। তার এই সিদ্ধান্তের কথা আমাকে জানানো উচিত ছিল। আমি তাকে বলেছি, আমরা আপনার প্রশংসা করবো, যদি তিনি আমাদের ওষুধপত্র ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করেন। এর পরই হুমকির সুরে ট্রাম্প বলেন, যদি তারা সরবরাহের অনুমতি না দেন তা হলে ঠিক আছে। তার ফলও ভোগ করতে হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/1607 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 09:30:07 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh