• হোম > ক্রিকেট | খেলা > বিসিসিআই চুক্তি থেকে বাদ পড়লেন ধোনি!

বিসিসিআই চুক্তি থেকে বাদ পড়লেন ধোনি!

  • বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০, ১২:০৬
  • ৯১০

মহেন্দ্র সিং ধোনি

গতবছরও বোর্ডের বার্ষিক চুক্তিপত্রে গ্রেড ‘এ’ তালিকায় ছিলেন তিনি। তবে বিশ্বকাপের পর আর খেলেননি

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) বার্ষিকচুক্তি থেকে বাদ পড়েছেন দেশটির সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের পর আর কখনও ভারতের হয়ে খেলেননি তিনি। এক প্রতিবেদনে এখবর জানিয়েছে আনন্দবাজার।

২০১৪ সালের ডিসেম্বরে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ধোনি। টেস্ট ক্যারিয়ার থেমে গিয়েছিল ৯০ ম্যাচে। ২০১৭ সালের জানুয়ারিতে একদিনের ক্রিকেটের নেতৃত্ব ছেড়ে দেন তিনি।

গতবছরও বোর্ডের বার্ষিক চুক্তিপত্রে গ্রেড “এ” তালিকায় ছিলেন তিনি। তবে বিশ্বকাপের পর আর খেলেননি। ফলে, ২০১৯ সালের অক্টোবর থেকে ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ের জন্য বোর্ডের চুক্তিপত্রের তালিকায় ঠাঁই হল না তার। মোট ২৭জন ক্রিকেটার রয়েছেন এই তালিকায়।

এদিকে, বিশ্বকাপজয়ী অধিনায়কের না থাকা নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। তবে কি পরোক্ষেভাবে ধোনির বিদায়ের বার্তাই ফুটে উঠছে এই চুক্তিপত্রে না রাখার মধ্যদিয়ে?


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/158 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 09:43:08 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh