• হোম > > করোনায় সংক্রমিত এলাকা ও আশপাশ সম্পূর্ণ লকডাউনের নির্দেশ প্রধানমন্ত্রীর

করোনায় সংক্রমিত এলাকা ও আশপাশ সম্পূর্ণ লকডাউনের নির্দেশ প্রধানমন্ত্রীর

  • মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০, ০৪:৫৫
  • ৭১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

করোনায় সংক্রমিত এলাকা ও আশপাশ সম্পূর্ণ লকডাউনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশ দেন তিনি।

একই সাথে যেসব পোশাক কারখানা পিপিই ও মাস্ক তৈরি হচ্ছে সেসব বাদে সব কারখানা বন্ধের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এছাড়াও ছোটোখাটো মামলার আসামি যারা দীর্ঘদিন ধরে সাজা খেটেছেন এবং অনেকদিন ধরে কারাভোগ করা যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিদের মুক্তির প্রক্রিয়া দেখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। তবে, ধর্ষণ ও এসিড মামলার আসামিরা এর আওতায় আসবে না।

এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে করোনা ঝুঁকি বেশি উল্লেখ করে সরকারি নিয়ম মানাতে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠকে কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রী উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/1589 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 02:51:00 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh