• হোম > ক্রিকেট | খেলা | বিদেশ > বিয়ের টাকা দান করে দিলেন ইংলিশ ক্রিকেটার

বিয়ের টাকা দান করে দিলেন ইংলিশ ক্রিকেটার

  • মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০, ০০:১৪
  • ১০১৫

স্কট বোর্থউইক ও বান্ধবী স্টেফ

বান্ধবী স্টেফের সঙ্গে গত শনিবার বিয়ে হওয়ার কথা ছিল ইংলিশ ক্রিকেটার স্কট বোর্থউইকের। কিন্তু করোনার কারণে তাদের বিয়েটা আপাতত স্থগিত করে দিতে হয়েছে। নিজেদের বিয়েতে অথিতিদের আপ্যায়ন করার জন্য মদের বিল বাবদ বড় একটি অর্থ বরাদ্দ রেখেছিলেন। যেহেতু এই টাকাটি আপাতত লাগছে না তাই তারা দু’জন মিলে সিদ্ধান্ত নিয়েছেন তা ন্যাশনাল হেলথ কেয়ারে দান করে দিবেন।

স্কট বোর্থউইক তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ব্যাপারটি নিশ্চিত করে বলেন, ‘মদের বিল বাবদ টাকাটি আমরা ন্যাশনাল হেলথ কেয়ারের কর্মীদের দিয়ে দিব। আর এটি আমাদের বিয়েতে যাদের আসার কথা ছিল তাদের পক্ষ থেকেই। হেলথ কেয়ারের কর্মীরা আমাদের পরবর্তী বিয়ের তারিখের জন্য কাজ করে যাচ্ছে। তাদের স্যালুট।’

স্কট বোর্থউইক আরো জানিয়েছেন তারা তাদের বিয়েটা শীতকালিন মৌসুমে করার সিদ্ধান্ত নিয়েছেন। আর তখন খুব ছোট পরিসরে তা করা হবে।

ইংলিশ এই ক্রিকেটার ইংল্যান্ডের হয়ে ১টি টেস্ট, ২টি ওয়ানডে ও ১টি টি- টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিনি ইংল্যান্ডে বেশ পরিচিত মূলত ইংল্যান্ডের কাউন্টি দল সারের হয়ে খেলে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/1587 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 05:49:21 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh