• হোম > এক্সক্লুসিভ | বিদেশ > করোনায় আক্রান্ত বাঘ নাদিয়া

করোনায় আক্রান্ত বাঘ নাদিয়া

  • সোমবার, ৬ এপ্রিল ২০২০, ১৬:০৮
  • ৭৮০

নিউইয়র্কের ব্রোঞ্জ চিড়িয়াখানার বাঘ নাদিয়া

করোনায় আক্রান্ত নিউইয়র্কের ব্রোঞ্জ চিড়িয়াখানার বাঘ
বিশ্বব্যাপী করোনায় প্রাণহানির সংখ্যা ৬৯ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত ১২ লাখ ৭৫ হাজারের বেশি। প্রাণঘাতী এই ভাইরাসের হাত থেকে রেহাই পাচ্ছে না পশুরাও।

নিউইয়র্কের ব্রোঞ্জ চিড়িয়াখানার একটি বাঘ নাদিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। চার বছর বয়সী স্ত্রী বাঘটি মালয়েশিয়ান প্রজাতির।

মানুষের শরীর থেকে তার শরীরে প্রবেশ করেছে ভাইরাসটি। পরীক্ষা করে বাঘের শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি পাওয়া গেছে। করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার পর এই প্রথম কোনো পশু আক্রান্ত হল।

চিড়িয়াখানা কর্তৃপক্ষের বলছে, নাদিয়া, তার বোন আজুল, আরো দুটি বাঘ এবং তিনটি আফ্রিকান সিংহ ‘শুকনো কাশির’ সমস্যায় ভুগছে। শ্বাসযন্ত্রের সমস্যার কারণে চিড়িয়াখানার বেশ কিছু সিংহ ও বাঘকে কোভিড-১৯ টেস্ট করা হয়। সেখানেই নাদিয়ার করোনা ধরা পড়ে।

ধারনা করা হচ্ছে যেসব লোক বাঘগুলোর দেখভাল করে তাদের কোনো একজনের মাধ্যমে ছড়িয়েছে এই ভাইরাস। হয়তো ওই ব্যক্তির মধ্যে এখনো করোনাভাইরাসের লক্ষণ প্রকাশ পায়নি। কিন্তু তিনি ভাইরাসটি বহন করছেন। তাইতো চিড়িয়াখানা কর্তৃপক্ষ আজ থেকেই সতর্ক হচ্ছে এ বিষয়ে। যারা যারা বাঘগুলো দেখভাল করছে তাদের পরীক্ষা করে দেখা হবে এবং চিড়িয়াখানা থেকে দূরে রাখা হবে।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গেল ১৬ মার্চ থেকে বন্ধ আছে নিউইয়র্কের ব্রোনক্স চিড়িয়াখানা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/1577 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 07:53:11 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh