• হোম > আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স | ফিচার > হাওয়ার মাধ্যম ছড়াতে পারে করোনা মার্কিন গবেষণায় উঠে চাঞ্চল্যকর তথ্য

হাওয়ার মাধ্যম ছড়াতে পারে করোনা মার্কিন গবেষণায় উঠে চাঞ্চল্যকর তথ্য

  • রবিবার, ৫ এপ্রিল ২০২০, ০৫:২৯
  • ৮০৪

---

বিশ্বজুড়ে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তেই কোভিড-১৯ ভাইরাসকে নিয়ে চলছে নিত্যনতুন গবেষণা। আর তাতে বারবার বিবর্তনের পথে হাঁটা এই মারণ ভাইরাস সম্পর্কে মিলেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।


কোভিড-১৯ বায়ুবাহিত কিনা, অর্থাৎ বাতাসের মাধ্যমে ছড়ায় কিনা, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই চাপানউতোর চলছে। শুক্রবার তাতে এক নতুন মাত্রা যোগ করলেন মার্কিন বিজ্ঞানী অ্যান্তনি ফসি।
তিনি জানিয়েছেন, সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে, বাতাসের মাধ্যমেও করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। সেক্ষেত্রে, শুধুমাত্র হাঁচি বা কাশির মাধ্যমে নয়, আক্রান্ত ব্যক্তি কথা বললেও সামনের বা আশপাশের মানুষ আক্রান্ত হতে পারেন। প্রাথমিকভাবে পাওয়া এই তথ্যের ভিত্তিতে ট্রাম্প প্রশাসন শীঘ্রই সবাইকেই মাস্ক পরার পরামর্শ দিতে চলেছে বলেই মনে করা হচ্ছে। অর্থাৎ, শুধু আক্রান্ত ব্যক্তিই নন, যাঁরা সুস্থ রয়েছেন তাঁদেরও মাস্ক বাধ্যতামূলক করা হলে সংক্রমণের সম্ভাবনা কম থাকবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

১ এপ্রিল হোয়াইট হাউসকে দেওয়া চিঠিতে তাদের এই সাম্প্রতিক গবেষণা সম্পর্কে অবহিত করেছে ন্যাশনাল অ্যাকাডেমি ফর সায়েন্সেস (এনএএস)। এরপরই ফক্স নিউজের কাছে এই বিষয়ে মুখ খুললেন অ্যান্তনি ফসি। তবে তিনি জানিয়েছেন, এখনই করোনা ভাইরাস সম্পর্কে এই নতুন গবেষণার বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। এখনও পরীক্ষা-নিরীক্ষা চলছে। তাছাড়া এই দাবির বিরুদ্ধে অনেকেই প্রশ্ন তুলেছেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/1533 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 08:44:47 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh