• হোম > এন্টারপ্রেনার > বসুন্ধরা ৭ দিনে ৫ হাজার বেডের হাসপাতাল করবে

বসুন্ধরা ৭ দিনে ৫ হাজার বেডের হাসপাতাল করবে

  • মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০, ০৫:৪৯
  • ১২৫০

আহমেদ আকবর সোবহান

করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য ৫ হাজার শয্যার হাসপাতাল তৈরি করবে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। ৭ দিনে উহানের চেয়েও বড় এ হাসপাতাল তৈরিতে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের প্রস্তাবে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৯ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর তার পিতা আহমেদ আকবর সোবহানের লিখিত প্রস্তাবসহ চিঠি দেন। এর আগে তিনি প্রধানমন্ত্রীর করোনা মোকাবিলা তহবিলে ১০ কোটি টাকার চেক হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রীর তহবিলে বসুন্ধরা গ্রুপের ১০ কোটি টাকার চেক হস্তান্তর
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেওয়া বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের লিখিত প্রস্তাবে বলা হয়, রাজধানীর কুড়িলে বসুন্ধরার চারটি কনভেনশন সেন্টার ও একটি ট্রেড সেন্টারকে ৫ হাজার শয্যার হাসপাতালে রূপান্তরিত করা হবে।

প্রধানমন্ত্রী বসুন্ধরার এ প্রস্তাবে সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।

এছাড়া বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ঢাকা উত্তর সিটির চারটি ওয়ার্ডের কাউন্সিলরদের কাছে গরিবদের মধ্যে নিয়মিত খাবার বিতরণের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। পরিকল্পনা করছেন আরও বড় পরিসরে কিছু করার। রোববার উত্তর সিটির ৪০, ৪২ ও ৪৩ নম্বর ওয়ার্ডের ২০০০ পরিবারকে ১০ কেজি মিনিকেট চাউল, ২ কেজি মশুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ৫০০ গ্রাম রসুন, ৫০০ গ্রাম করে আদা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান সকল দুর্যোগে তো মানুষের পাশে দাঁড়ানই, গোপনে মানবকল্যাণে নিরন্তর কাজ করেন, যা খবর হতে দেন না।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/1442 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 06:11:15 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh