• হোম > প্রধান সংবাদ | রাজনীতি > সংসদে গান গেয়ে শেখ হাসিনার জন্য দোয়া চাইলেন মমতাজ

সংসদে গান গেয়ে শেখ হাসিনার জন্য দোয়া চাইলেন মমতাজ

  • বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০, ০২:০৭
  • ৮৯৫

সংসদে গান গেয়ে শেখ হাসিনার জন্য দোয়া চাইলেন মমতাজ
সংসদে গান গেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাইলেন মানিকগঞ্জ থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য লোকগানের শিল্পী মমতাজ বেগম। বুধবার (২৯ জানুয়ারি) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি গান গেয়ে শোনান। অবশ্য গান শেষ হওয়ায় আগেই তার মাইক বন্ধ হয়ে যায়। পরে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া তাকে আরও এক মিনিট সময় দেন।

মমতাজের গান
আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই/ আপনার আমার নেত্রী যিনি/ জাতির পিতার কন্যা তিনি/ আমরা সবাই তারে চিনি যার তুলনা নাই/ আমার নেত্রী শেখ হাসিনা এই বিশ্ব যারে করে গণ্য/ তার কারণেই আমরা ধন্য/ এমন একজন নেত্রীর জন্য আমি দোয়া চাই/ সবার হাততালি চাই।
গান শেষ হলে সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাকে সমর্থন জানান।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/142 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 08:45:53 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh