• হোম > ইউরোপ | বিদেশ > করোনা: পর্তুগালের সকল অভিবাসন প্রত্যাশীদের বৈধ ঘোষণা করেছে

করোনা: পর্তুগালের সকল অভিবাসন প্রত্যাশীদের বৈধ ঘোষণা করেছে

  • রবিবার, ২৯ মার্চ ২০২০, ১৫:৫২
  • ৬৯৫

---
করোনা ভাইরাস বিপর্যয়ে পর্তুগালের সকল অভিবাসন প্রত্যাশীদের বৈধ ঘোষণা করা হয়েছে। যাদের অভিবাসন অধিদপ্তর বা SEF এ বৈধ হওয়ার আবেদন করা ছিল শুধুমাত্র তারা এ সুযোগের আওতায় পড়বে। গত শুক্রবার রাতে একটি আদেশে এমনটি জানিয়েছেন পর্তুগালের স্বরাষ্ট্র মন্ত্রী এডুয়ার্ডো ক্যাব্রিতা।

এতে জানানো হয় পর্তুগালের অভিবাসন অধিদপ্তর তথা SEF এর আবেদনের কাগজটি এখন থেকে অস্থায়ী রেসিডেন্স পারমিট হিসেবে গণ্য হবে। এই প্রমান বা আবেদনের কাগজ দিয়ে এখন থেকে পর্তুগালের সকল রাষ্ট্রীয় সেবা নিতে পারবে বিশেষ করে স্বাস্থ্য সেবা ও সামাজিক নিরাপত্তা বা সোসাল সিকিউরিটি সহ অনন্য সুযোগ সুবিধা।

পর্তুগালে যারা রাজনৈতিক সহ বিভিন্ন ধরনের আশ্রয়ে আছেন তারাও এই আদেশের আওতায় পড়বে। ‘করোনা ভাইরাস সঙ্কটের সময়ে এটি আমাদের সামাজিক দায়িত্ব কর্তব্য’ বলে মন্তব্য করেছেন মন্ত্রী এডুয়ার্ডো ক্যাব্রিতা।

এসময় সরকার নিশ্চিত করেছেন যে, সকল অভিবাসী যাদের অভিবাসন অধিদপ্তর বা SEF এ আবেদন অপেক্ষমাণ রয়েছে তারা এখন থেকে নিয়মিত বলে বিবেচিত হবেন এবং অনন্য নাগরিকের মত সামাজিক অধিকার সহ সকল সুযোগ সুবিধা পাবেন। এই আদেশটি কার্যকর হবে ১৮ মার্চ থেকে, যেই দিন করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে পর্তুগালে জরুরি আইন জারী করা হয়েছে।

এর আওতায় এখন থেকে এসকল আবেদনকারী জাতীয় স্বাস্থ্যসেবা বা অন্যান্য স্বাস্থ্যসেবার অধিকার, সামাজিক সহায়তা সুবিধা সমূহ, ইজারা চুক্তিতে স্বাক্ষর, কর্মসংস্থান চুক্তি, ব্যাংক অ্যাকাউন্ট খোলার এবং প্রয়োজনীয় সরকারী সেবা চুক্তি সহ সকল নাগরিক সুবিধা পেতে অস্থায়ী অনুমোদন হিসেবে বিবেচিত হবে।

সাম্প্রতিক সময়ে অন্য একটি আদেশে যাদের যাদের ভিসা বা কার্ডের মেয়াদ ২৪ ফেব্রুয়ারি পরে শেষ হবে তাদের ভিসা বা কার্ডের মেয়াদ ৩০ জুন পর্যন্ত বর্ধিত করেছে।

ঠিক কতজন আবেদনকারী রয়েছেন SEF এই মুহুর্তে সঠিক সংখ্যা বলতে পারছেনা। তবে ২৭ মার্চ পর্যন্ত যাদের আবেদন করা আছে তাদের রেসিডেন্স কার্ড প্রদানের লক্ষ্যে পর্যায়ক্রমে ১লা জুলাই থেকে পূনরায় সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।

সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাস সারা বিশ্বের ন্যায় পর্তুগালেও ছড়িয়ে পড়লে ২০ টি অভিবাসী সংগঠনের দাবি ছিল যারা পর্তুগালে বৈধ ভাবে কাজ করছে এবং সামাজিক নিরাপত্তায় অবদান রাখছে তাদের বৈধ করার বিষয়ে।

এ প্রসঙ্গে কথা হয় পর্তুগাল অভিবাসন অধিদপ্তরে কর্মরত একমাত্র ইন্দো এশিয়ান সহকারী অফিসার “মঈন উদ্দিন আহমেদ” এর সাথে। তিনি বলেন, সরকার আপাতত সকল অভিবাসন প্রত্যাশী যারা SEF আবেদন করেছেন তাদেরকে বৈধতা প্রদান করা হয়েছে। অথ্যাৎ তারাও এখন থেকে সকল নাগরিক সুবিধা সুবিধা পাবেন তবে ১লা জুলাই থেকে তাদের রেসিডেন্স পারমিট ইসুর বিষয়ে সাক্ষাৎকারের সময় নির্ধারন করবেন।

সূত্র: জার্মান বাংলা নিউজ


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/1418 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 05:24:15 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh