• হোম > খেলা | ফুটবল > সুস্থ হয়ে বাসায় ফিরেছেন রোনালদোর মা

সুস্থ হয়ে বাসায় ফিরেছেন রোনালদোর মা

  • রবিবার, ২৯ মার্চ ২০২০, ১৪:২৭
  • ১০০৫

রোনালদো ও মা দলোরেস আভেইরো

স্ট্রোকে আক্রান্ত হয়ে চলতি মাসের শুরুতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন দলোরেস আভেইরো। শনিবার ফিরেছেন বাসায়। মায়ের সুস্থতায় খুব স্বস্তি বোধ করছেন বলে জানালেন গ্রহের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো।

জুভেন্তাস শিবিরে হঠাৎ খবর পান স্ট্রোকে আক্রান্ত হয়েছেন মা। অসুস্থ মাকে দেখতে ইতালি থেকে জন্মভূমি উড়ে এসেছিলেন রোনালদো। এরপর করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আর ফেরা হয়নি তার। আছেন পর্তুগালের মাদেইরাতে নিজ বাড়িতেই।

মা সুস্থ হয়ে ওঠায় আনন্দের শেষ নেই পাঁচবারের বর্ষসেরা ফুটবলার রোনালদোর। কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঈশ্বরের প্রতি।

বাড়িতে মা ও দুই বোনের ছবি তুলে নিজের ইনস্টাগ্রাম পেজে পোস্ট করেছেন রোনালদো। তাতে ৩৫ বছর বয়সী এই ফুটবলার লিখেছেন- “আমার মা সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরে এসেছেন। খুব কৃতজ্ঞ বোধ করছি।

”এই পোস্টের সঙ্গে করোনাভাইরাস থেকে বাঁচতে করণীয়টাও স্মরণ করে দিয়েছেন রোনালদো।

চলমান করোনা ইস্যুতে সবাইকে আবারও সতর্ক বার্তা দিয়েছেন রোনালদো- “ঘরে থাকুন জীবন বাঁচান। ”


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/1414 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 02:14:43 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh