• হোম > ফিচার | রাজনীতি > এলাকার উন্নয়নে ২০ কোটি টাকা করে বরাদ্দ পাচ্ছেন সংসদ সদস্যরা

এলাকার উন্নয়নে ২০ কোটি টাকা করে বরাদ্দ পাচ্ছেন সংসদ সদস্যরা

  • বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০, ০১:৫২
  • ৭৩৯

সংসদ ভবন
প্রতিটি নির্বাচনি এলাকার অবকাঠামো উন্নয়নে ২০ কোটি টাকা বরাদ্দ দিতে নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। সংসদ সদস্যদের সুপারিশ অনুযায়ী উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের জন্য এ প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। বুধবার (২৯ জানুয়ারি) সংসদে এ-সংক্রান্ত দুটি প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম এ কথা জানান।
ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ এবাদুল করিম এবং সংরক্ষিত আসনের নাজমা আকতারের পৃথক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, স্থানীয় সরকার বিভাগের এলজিইডির আওতায় সংসদ সদস্যদের সুপারিশ অনুযায়ী উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি নির্বাচনি এলাকায় ২০ কোটি টাকা বরাদ্দসাপেক্ষে ‘অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২’ চলমান আছে, যা আগামী জুনে সমাপ্ত হবে। সংসদ সদস্যদের সুপারিশ অনুযায়ী উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচনি এলাকায় ২০ কোটি টাকা বরাদ্দ রেখে পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ অনুমোদন প্রক্রিয়াধীন আছে।
‘ঢাকায় সরবরাহ করা পানির ৩০ ভাগ হবে ভূ-গর্ভস্থ’
মানিকগঞ্জের সংসদ সদস্য মমতাজ বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে ৭০ ভাগ ভূ-পৃষ্ঠের পানি আর ৩০ ভাগ ভূ-গর্ভস্থ পানির উৎসের ওপর নির্ভরতা নিশ্চিত করে ঢাকাবাসীর মধ্যে পানি সরবরাহ করা হবে।
৫৮ ভাগ স্মার্টকার্ড বিতরণ
সংরক্ষিত আসনের সৈয়দা রুবিনা আক্তারের প্রশ্নের জবাবে সংসদ কাজে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আইনমন্ত্রী আনিসুল হক বলেন, দেশের ২২৩টি উপজেলায় ৫ কোটি ২৫ লাখ স্মার্টকার্ড বিতরণ করা হয়েছে, যা লক্ষ্যমাত্রার ৫৮ শতাংশ। দেশের যেসব উপজেলার স্মার্টকার্ড এখনও মুদ্রণ হয়নি তা আগামী বছরের জুন নাগাদ মুদ্রণ শেষে বিতরণ করা হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/140 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 04:57:53 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh