• হোম > ক্রিকেট | খেলা | প্রধান সংবাদ > করোনার বিরুদ্ধে যুদ্ধ: ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’

করোনার বিরুদ্ধে যুদ্ধ: ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’

  • রবিবার, ২৯ মার্চ ২০২০, ০৮:০১
  • ১২১১

সাকিব আল হাসান

প্রাণঘাতী করোনা করোনা যুদ্ধে যোগ দিলেন বাংলাদেশ ক্রিকেটের বড় নাম সাকিব আল হাসান। নিজের ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’-এর উদ্যোগে ‘মিশন সেইভ বাংলাদেশ’ নামের একটি প্রকল্পে সহায়তা দিতে যাচ্ছেন তিনি। প্রকল্পটি এ মরণভাইরাসে ক্ষতিগ্রস্থদের নানানভাবে সহায়তা দিয়ে যাচ্ছে। নিজের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে খবরটি ভক্তদের জানিয়েছেন সাকিব।

সাকিব আল হাসানের অফিসিয়াল ফেসবুক পেজের পোস্টটি হুবহু দেয়া হলো-
সারাদেশ আজ লড়ছে একটি মহামারীকে রুখতে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অসংখ্য সুবিধাবঞ্চিত মানুষ দিন গুনছে কবে তাদের রোজগার আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

এই মানুষগুলোর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে “দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন” পদক্ষেপ নিয়েছে দেশ এবং সারাবিশ্বের বিভিন্ন ব্যক্তি ও সংস্থা থেকে ফান্ড উত্তোলনের। এই ফান্ড ব্যবহার করা হবে করোনাভাইরাসের কারণে প্রভাবিত সুবিধাবঞ্চিত মানুষদের সাহায্য করবার জন্য।

এবং এর ধারা অনুযায়ী “দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন” এর সর্বপ্রথম সহায়তা যাচ্ছে “মিশন সেইভ বাংলাদেশ” নামক একটি উদ্যোগে।

“মিশন সেইভ বাংলাদেশ” করোনাভাইরাসের প্রভাবকে মোকাবিলা করতে দ্য ডেইলি স্টার, Sheba.xyz এবং সমকালের একটি যৌথ উদ্যোগ। এই প্রোজেক্টটির উদ্দেশ্য হলো করোনাভাইরাসের কারণে প্রভাবিত নিম্ন-আয়ের এবং সুবিধাবঞ্চিত মানুষদের জীবিকার যোগান দেওয়া। এ পর্যন্ত ২০০০ সুবিধাবঞ্চিত পরিবারকে সাহায্য করেছে এই প্রকল্পটি এবং এই সংখ্যাকে বৃদ্ধি করতে নিরলস প্রচেষ্টা চলছে।

আসুন, সবাই মিলে একসাথে লড়ি, একসাথে বাঁচি। কারণ, মানুষ তো মানুষেরই জন্য।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/1408 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 01:01:57 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh