• হোম > এক্সক্লুসিভ | সিলেট | সিলেট > ফিনল্যান্ডের নাগরিক মার্কু সিলেটে আইসোলেশনে ভর্তি

ফিনল্যান্ডের নাগরিক মার্কু সিলেটে আইসোলেশনে ভর্তি

  • রবিবার, ২৯ মার্চ ২০২০, ০৫:৫৩
  • ১০৫৩

---
পুরো বিশ্ব আজ প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আক্রান্ত। এ পর্যন্ত প্রায় সাড়ে ৬ লাখ মানুষ এই রোগে আক্রান্ত। এর মধ্যে ৩০ হাজারের কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে। এমন অবস্থায় ভয়ঙ্কর করোনা ভীতি বিবেকবান মানুষকেও বিবেকহীন করে তুলছে। নিতান্ত প্রয়োজনেও কাউকে কাছে পাওয়া যাচ্ছে না। এমনি এক পরিস্থিতি ঘটে গেল বাংলাদেশের সিলেট জেলায়। সিলেটের একটি রাস্তায় এক বিদেশী নাগরিক জ্ঞান হারিয়ে পড়ে যান। প্রথমে করোনা সন্দেহে ওই বিদেশী নাগরিককে সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেননি। পরে অবশ্য রাস্তায় পড়ে থাকা বিদেশি নাগরিক মার্কুকে (৪৩) শহীদ শামছুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়েছে।

জানাযায়, ২৮ সন্ধ্যায় সিলেট নগরের মীরবক্সটুলা এলাকায় হঠাৎ রিকশা থেকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন ফিনল্যান্ডের নাগরিক মার্কু। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। করোনাভাইরাস আক্রান্ত হতে পারেন এমন সন্দেহে ওই বিদেশির কাছে প্রথমে কেউ যাচ্ছিলেন না। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও প্রথমে তারাও বিদেশির কাছে যায়নি। এরপর ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স আসে। তবে অ্যাম্বুলেন্সে কারা রোগীকে তুলবেন এ নিয়ে টালবাহানা শুরু হয়। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর স্থানীয় একজনের সহায়তায় তাকে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বর্তমানে ওই বিদেশি নগরের শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকসাধীন রয়েছে।

জানাগছে, নগরের হাওয়াপাড়া এলাকার হোটেল নাজালের ৩০ নম্বর রুম ভাড়া নিয়ে মার্কু প্রায় দেড় মাস ধরে সিলেটে অবস্থান করছেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা বলেন, সন্ধ্যায় মার্কু নামে ফিনল্যান্ডের এক নাগরিক মীরবক্সটুলা এলাকার খায়রুন ভবনের পাশে পড়ে ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে একটি অ্যাম্বুলেন্স পাঠিয়ে তাকে সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/1394 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 12:36:15 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh