• হোম > এন্টারটেইনমেন্ট > করোনার প্রকোপে যখন গৃহবন্দি মানুষ, বাংলা গানে নেচে ফ্লোর কাঁপালেন জ্যাকলিন

করোনার প্রকোপে যখন গৃহবন্দি মানুষ, বাংলা গানে নেচে ফ্লোর কাঁপালেন জ্যাকলিন

  • শনিবার, ২৮ মার্চ ২০২০, ০৮:০৮
  • ১৬৯৮

জ্যাকলিন

বাংলা গানে নেচে ফ্লোর কাঁপালেন জ্যাকলিন
মুহূর্তে ভাইরাল সেই গান

করোনার প্রকোপে যখন গৃহবন্দি সকল মানুষ, তখনই নয়া ঝড় তুলে নতুন গান উপহার দিলেন জ্যাকলিন ও বাদশা। না নতুন কোনও গান নয়, এ গান সকলে খুব পরিচিত। বিশ্বজুড়ে করোনার কোপে পড়েছে লাখ লাখ মানুষ। ভারতও সেই তালিকায় নাম লিখিয়েছে। এখনও পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৫। ইতিমধ্যেই দেশে করোনার কোপে প্রাণ হারিয়েছেন ১২ জন। এমনই পরিস্থিতিতে গোটা দেশ জুড়ে চলছে লক ডাউন। প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরনো যাবে না। ফলে সকলেই এক প্রকার গৃহবন্দি। সেই তালিকাতে নাম লিখিয়েছে বলিউড তারকারাও।

বলিউডে এখন কোনও কাজ নেই, নেই নতুন ছবির রিলিজও। এই পরিস্থিতিতে মানুষদের বিনোদনের যোগান দিতে সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেল নয়া গান। জ্যাকলিন মানেই পর্দায় এক উষ্ণ আবেদন।
সেই স্টার যদি বাঙালি লুকে ধরা দেয়, তবে তা বলাই বাহুল্য। এক কথায় বলতে গেল এবার তাক লাগিয়ে দিলেন জ্যাকলিন ও বাদশা। বাংলা গানের রিমেকে ঝড় তুললেন দুই তারকা।

গায়িকা স্বপ্না চক্রবর্তীর কালজয়ী গান বড় লোকের বেটি গো লম্বা লম্বা চুল, আদ্যপান্ত নয়া মোড়কে গেঁথে ফেলা হল। সুর, তাল, লয় একই রেখে ছন্দে বাঁধা হয় এই গানকে। সেই গানে নেচেই এবার ভাইরাল হল জ্যাকলিন। পরনে লাল পার সাদা শাড়ি, গয়না, হাতে চুরি এ যেন এক বাঙালি বধূর লুক। পাশে রয়েছে ব়্যাপার বাদশা। নেট দুনিয়ায় মুক্তি পেতেই মুহূর্তে ভাইরাল হল এই গান।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/1383 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 03:07:08 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh