• হোম > দেশজুড়ে | ময়মনসিংহ | ময়মনসিংহ > অসহায় দুস্থ ও ছিন্নমূল মানুষের পাশে জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।

অসহায় দুস্থ ও ছিন্নমূল মানুষের পাশে জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।

  • শনিবার, ২৮ মার্চ ২০২০, ০৬:২৪
  • ১১২০

---

নভেল করোনাভাইরাসের আতঙ্কে থমকে আছে জনজীবন। বন্ধ রয়েছে দোকানপাট ও যান চলাচল। এ অবস্থায় কষ্টে দিন কাটাচ্ছেন গরীব অসহায় দিনমজুরেরা। এমন পরিস্থিতিতে ময়মনসিংহের ২০০ অসহায় দুস্থ ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।

শুক্রবার (২৭ মার্চ) ময়মনসিংহ নগরের বিভিন্ন এলাকায় পিকআপে করে গরিব অসহায়দের হাতে ৭ দিনের খাদ্যসামগ্রী তুলে দেন সৈকত।

এনিয়ে রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন এই অলরাউন্ডার। তিনি লিখেন, ‘পুরো দেশ আজ করোনাভাইরাস বা কোভিড-১৯ এ স্তব্ধ হয়ে গেছে। গত কয়েক যুগে প্রিয় মাতৃভূমির এমন পরিস্থিতি আর কেউ কখনো দেখেনি৷ ১৬ কোটি মানুষের এই দেশে প্রায় ৬ কোটির মত মানুষ রয়েছে যারা অসহায়, গরীব দুঃস্থ। দিনে ১ বেলা খাবার জোটাতে যাদের হিমশিম খেতে হয়। দেশের এই ক্রান্তিলগ্নে তারাই আজ সবচাইতে বেশি বিপদে। নেই কোনো আয়, রোজগার, তাই পেটেও নেই খাবার। এই মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো মানুষ হিসেবে আমাদের দায়িত্ব। তারই অংশ হিসেবে আজ ময়মনসিংহের অসহায় দুস্থ ও গরীব লোকদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যমান মনে হচ্ছে।’

দেশের এই ক্রান্তিলগ্নে তাদের পাশে দাঁড়াতে সকলের প্রতি আহ্বানও জানান মোসাদ্দেক হোসেন সৈকত।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/1370 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 07:26:06 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh