• হোম > এক্সক্লুসিভ | রাজনীতি > প্রধানমন্ত্রীর নির্দেশেই খালেদা জিয়াকে শর্ত সাপেক্ষে মুক্তি, বললেন আইনমন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশেই খালেদা জিয়াকে শর্ত সাপেক্ষে মুক্তি, বললেন আইনমন্ত্রী

  • মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০, ২০:২১
  • ৮০৩

বেগম খালেদা জিয়া

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত রেখে শর্ত সাপেক্ষে মুক্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার বিকেলে গুলশানে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, বিদেশ না যাওয়ার শর্তে ৪০১ ধারার ১ উপধারা মতে তাকে মুক্তি বিষয়ে মতামত দিয়েছি। মতামত স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। মানবিক কারণে তার বয়স বিবেচনায় নিয়ে এ প্রধানমন্ত্রীর নির্দেশ ক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান আইনমন্ত্রী।

এ সময়ের মধ্যে খালেদা জিয়া নিজ বাসায় থেকে চিকিৎসা নিতে পারবেন। তিনি বিদেশে যেতে পারবেন না। অন্য হাসপাতালেও চিকিৎসা নিতে পারবেন না।
ভারতে গোমূত্র পার্টির পর এবার গোবর-গোমূত্রের দোকান ≣ গোপন বৈঠককালে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহর দলের ৯ সদস্যকে আটক করেছে এটিইউ ≣ মহানবী হযরত মুহাম্মদ (সা.) বলেন, ‘কোথাও মহামারী দেখা দিলে এবং সেখানে তোমরা থাকলে, সেই জায়গা থেকে চলে এসো না

মন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদন দিলেই তিনি মুক্তি পাবেন।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমান পরিপ্রেক্ষিতে তাঁকে বিদেশে পাঠানো মানে তাঁকে ‘সুইসাইডের’ মুখে ফেলা।

সূত্রঃ আমাদের সময়.কম


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/1256 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 06:56:56 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh