• হোম > NGO | এক্সক্লুসিভ > যুক্তরাজ্যে সব বিক্রয়কেন্দ্র বন্ধ করে দিলো ম্যাকডোনাল্ড

যুক্তরাজ্যে সব বিক্রয়কেন্দ্র বন্ধ করে দিলো ম্যাকডোনাল্ড

  • মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০, ০৮:১৪
  • ৮৩০

 ---

যুক্তরাজ্যে সব বিক্রয়কেন্দ্র বন্ধ করে দিলো ম্যাকডোনাল্ড
যুক্তরাজ্যে সব বিক্রয়কেন্দ্র বন্ধের ঘোষণা দিয়েছে বৃহত্তম খাবার চেইনশপ জায়ান্ট ম্যাকডোনাল্ড। আজ সোমবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।

ম্যাকডোনাল্ডের বিবৃতিতে বলা হয়, কর্মী ও ভোক্তাদের নিরাপত্তার কথা বিবেচনায় বিক্রয়কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। যুক্তরাজ্যের বিভিন্ন শহরে সব মিলিয়ে ১ হাজার ২৩০টি বিক্রয়কেন্দ্র রয়েছে ম্যাকডোনাল্ডের। যেখানে ১ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ কর্মরত।

প্রতিদিন কোটি ইউরোর বেশি লেনদেন হয় বিক্রয়কেন্দ্রগুলোতে। এর আগে, সব খাবার দোকান, রেস্টুরেন্ট, ক্যাফে বন্ধের ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

এ নির্দেশনা বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের কর্মীদের বেতনের ৮০ শতাংশই সরকারি কোষাগার থেকে দেয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। এরপরই যুক্তরাজ্যে একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/1247 ,   Print Date & Time: Sunday, 12 October 2025, 10:05:34 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh