• হোম > ফিচার > অবরুদ্ধ শিবচরে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছে প্রশাসন

অবরুদ্ধ শিবচরে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছে প্রশাসন

  • মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০, ০৭:২৯
  • ৭৪৬

---

মাদারীপুরের লকডাউন বা অবরুদ্ধ করা শিবচর উপজেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের এবং বন্ধ বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে উপজেলা প্রশাসন।

সোমবার দুপুরে উপজেলার ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন খান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের নেতৃত্বে বাড়ি বাড়ি এসব খাবার বিতরণ করা হয়েছে। হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষের পাশাপাশি নিম্ন আয়ের মানুষ ও দোকানিদের বাড়িতে জরুরি খাদ্যসামগ্রী ও ওষুধ পৌঁছে দেয়া হয়।

উপজেলা প্রশাসন জানায়, চারদিন ধরে শিবচরের চারটি এলাকায় প্রায় ৭০ হাজার মানুষ অবরুদ্ধ। শিবচর পৌর বাজারসহ ঝুঁকিপূর্ণ দুটি ওয়ার্ড ও দুটি ইউনিয়নের দুই গ্রামে ২৫০ পুলিশ মোতায়েন করা হয়েছে। এসব এলাকার ১৬টি পয়েন্টে পুলিশ পাহারায় রেখে প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, অবরুদ্ধদের জন্য প্রথম পর্যায়ে ১৫ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। মাদারীপুর জেলা পুলিশের পক্ষ থেকে হোম কোয়ারেন্টাইনে থাকা বাড়ির দেয়ালে স্টিকার ও লাল পতাকা টাঙিয়ে দেয়া হয়েছে। সূত্র: বিডিনিউজ,জাগোনিউজ। গ্রন্থনা: আপেল মাহমুদ।

প্রশাসনের কঠোর নজরদারি রয়েছে।
দোকান খোলা রাখলেই জরিমানা করা হয়।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাদারীপুরের শিবচর উপজেলা লকডাউন করা হয়। উপজেলার ছয়টি এলাকাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করছে স্থানীয় প্রশাসন ও পুলিশ।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/1239 ,   Print Date & Time: Sunday, 12 October 2025, 04:12:30 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh