• হোম > এক্সক্লুসিভ | রাজনীতি > দেশ ও দেশের মানুষকে ঝুঁকিতে ফেলবেন না, বিদেশফেরতদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী

দেশ ও দেশের মানুষকে ঝুঁকিতে ফেলবেন না, বিদেশফেরতদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী

  • মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০, ০৬:৩৭
  • ৭৫৬

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

জাহিদ মালেক বলেন, করোনা মোকাবিলায় কেউ আগে থেকে প্রস্তুত থাকে না। যুক্তরাষ্ট্রও ছিল না। এমনকি চীনেও কোনো প্রস্তুতি ছিল না। বাংলাদেশ তিন মাস আগে থেকে প্রস্তুত ছিল।

স্কুল-কলেজ বন্ধ প্রসঙ্গে তিনি বলেন, যেখানে যুক্তরাজ্য-আমেরিকায় এখন স্কুল কলেজ বন্ধ হচ্ছে সেখানে আমরা অনেক আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের আগে থেকে প্ল্যান ছিল বলে এসব করতে পারছি।

পিপি প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বের কোনো দেশেই আগে থেকে পিপি ছিল না। চীনেও ছিল না। পিপি কেউ আগে থেকে বানিয়ে রাখে না। এখন আমাদের কোনো পিপি সংকট নেই। আমরা প্রস্তুত আছি। আমরা যতটুকু পেরেছি প্ল্যান মোতাবেক করছি।

প্ল্যান ছিল বলেই আমরা সঙ্গরোধে পাঠাচ্ছি। সঠিক সময়ে আমরা প্ল্যান করেছি বলেই সময়মতো মেশিনগুলো পেয়েছি। এখন পর্যন্ত আড়াইশ টেস্ট করেছি। ল্যাব শুরু করতে সঠিক ব্যবস্থাপনা প্রয়োজন। এজন্য ১২-১৪ দিন সময় লাগবে বলে জানান মন্ত্রী।

সোমবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি ব্রিফিংয়ে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সূত্র : বাংলা নিউজ, বার্তা ২৪, সারাবাংলা, সময় নিউজ।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/1227 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 10:39:13 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh