• হোম > ইউরোপ | এক্সক্লুসিভ > ‘করোনায় কয়েক মিলিয়ন মানুষের মৃত্যুর শঙ্কা’

‘করোনায় কয়েক মিলিয়ন মানুষের মৃত্যুর শঙ্কা’

  • শনিবার, ২১ মার্চ ২০২০, ০৭:৩২
  • ৮০৩

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস

বিশ্বেজুড়ে করোনায় মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসে দরিদ্র দেশগুলোর কয়েক মিলিয়ন মানুষের মৃত্যু হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। ১৯ মার্চ (বৃহস্পতিবার) এমন শঙ্কা প্রকাশ করেন তিনি।

জাতিসংঘের মহাসচিব বলেন, আমরা যদি দাবানলের মতো এই ভাইরাস ছড়িয়ে দিতে থাকি এবং কোনও রকম পরীক্ষার ব্যবস্থা না থাকে তাহলে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে কয়েক মিলিয়ন মানুষ মারা যেতে পারেন।

এমন পরিস্থিতিতে বিশ্বের ধনী ২০ দেশকে দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান অ্যান্তনিও গুতেরেস। এছাড়া দরিদ্র দেশগুলোর সাহায্যে বিশ্বব্যাংক, আইএমএফ’র মতো দাতা সংস্থাগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব।

এদিকে আজ ২০ মার্চ (শুক্রবার) পর্যন্ত বিশ্বেজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। যুক্তরাজ্যের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনা ভাইরাসের উৎপত্তি হয়। এরপর থেকেই প্রাণঘাতী এই ভাইরাসটির মৃতের সংখ্যা নিয়ে বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য সমন্বয় করে একটি টালি প্রকাশ করে আসছে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়।

করোনাভাইরাস চীন থেকে ছড়িয়ে পড়লেও এতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। ইতালিতে গত ২৪ ঘণ্টায় ৪২৭ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ৩ হাজার ৪শ ৫জন, আক্রান্ত হয়েছেন ৪১ হাজারের বেশি মানুষ।

এদিকে জার্মানি, ইরান, স্পেনে করোনা ভাইরাসে সাড়ে চার হাজারের বেশি মানুষ মারা গেছেন। এছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মারা গেছেন ২০০ জন। এছাড়া দেশটিতে আক্রান্তের সংখ্যা প্রায় ১৩ হাজার। দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান, ভারতেও করোনা ভাইরাসে নতুন করে দুজনের মৃত্যু হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/1185 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 11:29:20 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh