• হোম > এক্সক্লুসিভ | দক্ষিণ আমেরিকা | রাজনীতি > করোনা রুখতে হাত ধোয়ার ভিডিয়ো পোস্ট করে সমালোচিত নুসরত

করোনা রুখতে হাত ধোয়ার ভিডিয়ো পোস্ট করে সমালোচিত নুসরত

  • শুক্রবার, ২০ মার্চ ২০২০, ০৭:২৩
  • ৭৩৭

 নুসরত জাহান

চেয়েছিলেন সচেতনতা বাড়াতে। অনুরাগীদের মধ্যে করোনা নিয়ে সতর্ক বার্তা ছড়িয়ে দিতে। কিন্তু ফল হল ঠিক উল্টো। ‘ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন’-এর ‘সেফ হ্যান্ডস চ্যালেঞ্জ’ –এ অংশ নিয়ে হাত ধোয়ার ভিডিয়ো পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন অভিনেত্রী এবং বসিরহাটের সাংসদ নুসরত জাহান।

গতকাল ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন নুসরত। সেখানেই দেখা যাচ্ছে, কী ভাবে করোনা আতঙ্কের সময় সাবান হাতে মেখে পরিষ্কার করতে হবে সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন অভিনেত্রী। কিন্তু হাতে সাবান লাগানোর সময় বেসিনের কল বন্ধ না করায় তাঁর উপর অসন্তোষ জানান নেটাগরিকদের একাংশ। ট্রোলড হতে হয় তাঁকে।

একজন লেখেন, “উনি কি ভুলে গিয়েছেন যে জল বাঁচানোও দরকারি?” আর এক জনের বক্তব্য “উনি যে বার্তা দিতে চেয়েছেন তা নিঃসন্দেহে ভাল। কিন্তু এ ভাবে জল নষ্ট করে ভিডিয়ো করে কী লাভ?” যদিও গোটা ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি নুসরত। শুধু নুসরতই নন। সচেতনতা বাড়াতে এই ‘সেফ হ্যান্ডস চ্যালেঞ্জে অংশ নিয়েছেন দীপিকা পাড়ুকোন থেকে অনুষ্কা শর্মা-সহ বলি অভিনেত্রীরাও।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/1143 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 10:58:16 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh