• হোম > Following > ন্যাশনাল ব্যাংকের সহযোগিতায় জেড এইচ সিকদার উইমেন্স মেডিকেল কলেজ এবং হাসপাতালে দুইটি মুজিব কর্নার উদ্বোধন

ন্যাশনাল ব্যাংকের সহযোগিতায় জেড এইচ সিকদার উইমেন্স মেডিকেল কলেজ এবং হাসপাতালে দুইটি মুজিব কর্নার উদ্বোধন

  • বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০, ০৭:৪০
  • ১০২২

---

প্রেস বিজ্ঞপ্তি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে জেড এইচ সিকদার উইমেন্স মেডিকেল কলেজ এর আয়েজনে এবং ন্যাশনাল ব্যাংকের সহযোগিতায় মেডিকেল কলেজ এবং হাসপাতালে দুইটি মুজিব কর্নার উদ্বোধন করা হয়েছে। উক্ত মেডিকেল কলেজ হাসপাতাল এবং ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জনাব জয়নুল হক সিকদার, ব্যাংকের পরিচালক মনোয়ারা সিকদার, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারপার্সন মিসেস পারভীন হক সিকদার, এমপি আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে মুজিব কর্নার দুটি উদ্বোধন করেন। পরে হাসপাতাল প্রাঙ্গণে বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা সভা এবং তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ, ঢাকা শহরের শাখা ব্যবস্থাপকবৃন্দ, জেড এইচ সিকদার মেডিকেল কলেজ এর প্রিন্সিপালসহ অন্যান্য ডাক্তারবৃন্দ এবং বিপুল সংখ্যক ছাত্রীরা উপস্থিত ছিলেন। মাহফিল শেষে একটি বৃহদাকার কেক কেটে জাতির পিতার জন্ম শতবর্ষ উদযাপন করা হয়।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/1118 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 12:09:15 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh