• হোম > এশিয়া | দক্ষিণ আমেরিকা | বিদেশ | রাজনীতি > ভারতের ‘চিকেনস নেক’ মটকাতে বলে দেশদ্রোহে অভিযুক্ত মুসলিম ছাত্রনেতা

ভারতের ‘চিকেনস নেক’ মটকাতে বলে দেশদ্রোহে অভিযুক্ত মুসলিম ছাত্রনেতা

  • সোমবার, ২৭ জানুয়ারী ২০২০, ২১:৩০
  • ৮৯৯

শার্জিল ইমামসভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে বাকি দেশকে সংযুক্ত করে রেখেছে মাত্র ২২ কিলোমিটার লম্বা একফালি সরু ভূখন্ড, যাকে ডাকা হয় ভারতের ‘চিকেনস নেক’ (মুরগির ঘাড়) বা ‘শিলিগুড়ি করিডর’ নামে। ভারতের মানচিত্রে জায়গাটিকে সরু, বাঁকানো গলার মতো দেখায় বলেই অমন অদ্ভুত নাম।

সেই ‘ঘাড়’ মটকে দিয়ে মুসলিমদের উচিত হবে উত্তর-পূর্ব ভারতকে বাকি দেশ থেকে বিচ্ছিন্ন করে ফেলা, জনসভায় এই আহ্বান জানিয়ে তীব্র আক্রমণের মুখে পড়েছেন শার্জিল ইমাম নামে এক তরুণ ছাত্র নেতা।

“আসাম ও উত্তর-পূর্ব ভারতকে বাকি দেশ থেকে বিচ্ছিন্ন করে দিতে পারলে তবেই সরকার প্রতিবাদকারীদের কথা শুনতে বাধ্য হবে”, এই মন্তব্য করার পর শার্জিল ইমামের বিরুদ্ধে ভারতের অন্তত পাঁচটি রাজ্যে দেশদ্রোহের মামলা দায়ের হয়েছে।

শার্জিল ইমাম নামে জহরলাল নেহরু ইউনিভার্সিটি (জেএনইউ) ও মুম্বাই আইআইটি-র ওই সাবেক ছাত্রের বিহারের বাড়িতেও গত রাতে পুলিশ হানা দিয়েছে - তবে তাকে এখনও আটক করা সম্ভব হয়নি।

সংগ্রহঃ বিবিসি বাংলা


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/103 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 01:09:44 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh