• হোম > অর্থনীতি | এক্সক্লুসিভ | দক্ষিণ আমেরিকা > ইয়েস ব্যাংক-এর লোকসান ১৮৫৮৪ কোটি রুপি

ইয়েস ব্যাংক-এর লোকসান ১৮৫৮৪ কোটি রুপি

  • রবিবার, ১৫ মার্চ ২০২০, ০৭:৩২
  • ৭৭৩

---

ডিসেম্বর ত্রৈমাসিকে একদিকে ইয়েস ব্যাংকের হাতে থাকা মূলধন যেমন এক ধাক্কায় কয়েক গুণ হ্রাস পেয়েছে একইভাবে লাফিয়ে বেড়েছে অনাদায়ী ঋণের পরিমাণ। আনাদায়ী ঋণ বেড়ে হয়েছে ১৮.৮৭ শতাংশ। আরবিআই নিযুক্ত রিজারভ ব্যাংক অব ইন্ডিয়া নিযুক্ত প্রশাসক প্রশান্ত কুমারের তত্ত্বাবধানে আর্থিক রিপোর্ট তৈরি করা হয়েছে। শনিবার তাদের গত ডিসেম্বরে শেষ হওয়া ত্রৈমাসিকের আর্থিক পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। ওই ত্রৈমাসিকে এই বেসরকারি সংস্থাটির মোট ১৮ হাজার ৫৬৪ কোটি টাকা লোকসান হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। অথচ এক বছর আগের ডিসেম্বর ত্রৈমাসিকে ইয়েস ব্যাংক -এর নিট মুনাফা হয়েছিল ১০০০ কোটি টাকা। তবে চলতি আর্থিক বছরের সেপ্টেম্বর ত্রৈমাসিকে ৬২৯ কোটি টাকা লোকসানের মুখ দেখেছিল তারা।

সংস্থার আর্থিক হিসেবে আরও জানা গিয়েছে, গত ডিসেম্বর ত্রৈমাসিকে ইয়েস ব্যাংকের মোট আনাদায়ী ঋণ বা নন-পারফর্মিং অ্যাসেটের পরিমাণ বেড়ে ১৮.৮৭% হয়েছে। অথচ তার আগের ত্রৈমাসিকে এর পরিমাণ ছিল ৭.৩৯ শতাংশ। এখানেই শেষ নয়। গত কয়েক মাসে ইয়েস ব্যাংকের কাছে পর্যাপ্ত মূলধনের অনুপাত সিএআর এক ধাক্কায় কমে এক-চতুর্থাংশে নেমে এসেছে। গত সেপ্টেম্বরের শেষে ইয়েস ব্যাংকের সিএআর ছিল ১৬.৩ শতাংশ। কিন্তু ডিসেম্বর ত্রৈমাসিকের শেষে কমে দাঁড়িয়েছে মাত্র ৪.২ শতাংশ। এই ঘটনা শুধুমাত্র সংস্থার আর্থিক পতন প্রকাশ করেনি সেইসঙ্গে তা রিজার্ভ ব্যাংক নির্ধারিত মানদণ্ড উতরোতে পারেনি। যে কারণে দিনকয়েক আগে বেসরকারি এই ব্যাংকটির ভার নিজের হাতে তুলে নিতে বাধ্য হয়েছে রিজার্ভ ব্যাংক। ব্যাংকের তৎকালীন পরিচালন পর্ষদ ভেঙে দিয়ে স্টেট ব্যাংকের প্রাক্তন শীর্ষ কর্তা প্রশান্ত কুমারকে প্রশাসক পদে বসানো হয়েছে। রিজারভ ব্যাংক অব ইন্ডিয়া নিযুক্ত প্রশাসকের তত্ত্বাবধানেই এ দিন ব্যাংকের আর্থিক ফলাফল প্রকাশ করা হয়েছে।

মূলধন এবং অনাদায়ী ঋণের ভারে বিপন্ন ইয়েস ব্যাংককে রক্ষা করতে রিজার্ভ ব্যাংকের দিশা নির্ধারক প্রস্তাবে সিলমোহর দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। সরকারি পরিকল্পনা অনুসারে, নবগঠিত ব্যাংকের ৪৯% অংশিদারিত্ব ভারতীয় স্টেট ব্যাংক কিনছে। এই উদ্যোগে সামিল হওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে এইচডিএফসি ব্যাংক, এ্যাক্সিস ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, বন্ধন ব্যাংক, কোটাক মাহিন্দ্র প্রাইম, এলআইসি এবং এইচডিএফএল-র মতো একাধিক সংস্থা।
সিটি নির্বাচন পেছানোর দাবিতে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ ≣ শরিয়ত বয়াতীর গান নিয়ে তার কথার মধ্যে অপরাধের কিছু নেই : আসিফ নজরুল ≣ [১] ভারতের পেঁয়াজ রফতানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরে চিন্তিত রাজশাহী অঞ্চলের চাষীরা

আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইয়েস ব্যাংক-এর উপর থেকে মোরাটোরিয়াম প্রত্যাহার করে নিতে পারে ভারতের কেন্দ্রীয় ব্যাংক। তার পরে সংকটাপন্ন এই বেসরকারি ব্যাংকের পুনর্গঠন প্রক্রিয়া শুরু হবে। ব্যাংকের নবগঠিত ম্যানেজমেন্টে বর্তমান প্রশাসক প্রশান্ত কুমার মুখ্য কার্যনির্বাহী এবং ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব পাবেন বলে প্রাথমিকভাবে স্থির হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/1033 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 09:37:34 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh