• হোম > অর্থনীতি | বিদেশ | মধ্যপ্রাচ্য > দুবাইয়ে তেল বহির্ভূত বাণিজ্য বৃদ্ধি পেয়েছে ৩৮০ বিলিয়ন ডলার

দুবাইয়ে তেল বহির্ভূত বাণিজ্য বৃদ্ধি পেয়েছে ৩৮০ বিলিয়ন ডলার

  • রবিবার, ১৫ মার্চ ২০২০, ০৬:৫১
  • ৭৯৫

---

গত বছর তেল বহির্ভুত বাণিজ্য বৃদ্ধির পরিমান ছিল ৬ শতাংশ যা স্থানীয় মুদ্রায় ১.৪ ট্রিলিয়ন এইডি। বিশ^ অর্থনীতিতে নেতিবাচক পরিস্থিতির প্রেক্ষাপটে এধরনের প্রবৃদ্ধিকে ইতিবাচক বলে মনে করা হচ্ছে।

একই সময়ে রফতানি বেড়েছে ২২ শতাংশ, স্থানীয় মুদ্রায় যার আর্থিক পরিমান ১৫৫ বিলিয়ন এইডি, পুনঃরফতানি বৃদ্ধি পেয়েছে ৪ শতাংশ যার আর্থিক পরিমান ৪২০ বিলিয়ন এইডি ও আমদানি বৃদ্ধি পেয়েছে ৩ শতাংশ যার আর্থিক পরিমান ৭৯৬ বিলিয়ন এইডি।

দুবাই ২০২৫ সাল নাগাদ তেল বহির্ভুত রফতানির লক্ষ্যমাত্রা স্থির করেছে ২ ট্রিলিয়ন এইডি। গত বছর তেল বহির্ভুত বহিঃবাণিজ্য বৃদ্ধি পেয়েছে ১৯ শতাংশ। পরিমানের দিক থেকে তা ১০৯ মিলিয়ন টন।

দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বলেছেন তেল বহির্ভুত বাণিজ্য আমিরাতের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে। এ লক্ষ্যে দুবাইকে গড়ে তোলা হচ্ছে বাণিজ্য, ব্যবসা ও পর্যটনের ‘গ্লোবাল হাব’ হিসেবে।

এ্যারাবিয়ান বিজনেস/আরব নিউজ


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/1029 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 11:29:40 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh